হরে কৃষ্ণ, পরতত্ত্ব চতুষ্পাঠীতে আপনাকে স্বাগতম এবং কৃপাপূর্বক আমার বৈষ্ণবোচিত প্রণাম গ্রহণ করুন । এটি একটি অনলাইন বিদ্যাপীঠ । শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শুভ অবির্ভাব তিথি ২০২০ খ্রিষ্টাব্দে, ১৩ই আগস্ট এই চতুষ্পাঠীর শুভ সূচনা হয় । শ্রীল প্রভুপাদ এবং ব্রাহ্ম–মাধ্ব–গৌড়ীয় পরম্পরায় যে শিক্ষাধারা এ জগতে প্রবাহিত হয়েছে তা সিন্ধুসম । তার কণাবিন্দুর যৎকিঞ্চিৎ যা আমি এই সকল মহান আচার্যবৃন্দ, অন্যান্য বৈষ্ণববৃন্দ, আমার পরমারাধ্য দীক্ষাগুরু শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেব এবং আমার নিত্যহিতৈষী শিক্ষাগুরুবৃন্দের অহৈতুকী কৃপায় হৃদয়ঙ্গম করতে পেরেছি, তা বিতরণের অভিলাষে এই প্রয়াস।
গুরু–গৌরাঙ্গ–গৌড়ীয় কৃপাপ্রার্থী,
পদ্মমুখ নিমাই দাস