ভক্তিবৈভব কোর্স অনলাইন

শ্রীল প্রভুপাদের পরিকল্পনা ছিল যে সকল ভক্তরা এই সমস্ত শাস্ত্রীয় কোর্সগুলিতে অংশগ্রহণ করবেন এবং কৃষ্ণভক্তির যথাযথ বিচার-আচার ও প্রচারে সুদক্ষ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে ফলপ্রসূ করবেন।
বর্ণাশ্রম কলেজ অনলাইন ও পরতত্ত্ব চতুষ্পাঠীর যৌথ পরিচালনায় এবং ইস্কন শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
১ম থেকে ৬ষ্ট স্কন্ধ একইসাথে
মডিউল ১ ও ২ একইসাথে
শুভারম্ভঃ ২৪শে জুলাই
কোর্সের ব্যপ্তিকালঃ ৭ মাস
ক্লাসের সময়সূচিঃ প্রতি সোম থেকে শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা (ভারতীয় সময়)
বিশেষ দ্রষ্টব্যঃ ভক্তিশাস্ত্রীর বিষয়বস্তু থেকে ভর্তিপরীক্ষা নিয়ে এই কোর্সে শিক্ষার্থীদের গ্রহণ করা হবে। এই পরীক্ষা অনালইনে মৌখিকভাবে হবে।
এই কোর্সটি শুধুমাত্র ভক্তিশাস্ত্রী কোর্স সম্পন্নকারী এবং ইসকন থেকে হরিনাম দীক্ষিত প্রভুদের জন্য
রেজিস্ট্রেশন আবশ্যকঃ www.catuspathi.com
WhatsApp: +917384104165
আসন সংখ্যা সীমিত
কোর্স ফিঃ বিনামূল্যে
(বর্ণাশ্রম কলেজের আজীবন রেজিস্ট্রেশন ফি হিসেবে 350 INR বা 450 BDT প্রদান করতে হবে। তবে যারা ইতিমধ্যে বর্ণাশ্রম কলেজের শিক্ষার্থী আছেন তাদের এই ফি প্রদান করতে হবে না। অতঃপর আপনারা বর্ণাশ্রম কলেজ থেকে যেকোন কোর্স বিনামূল্যে করতে পারেন।)
Registration Form
শিক্ষকপদ্মমুখ নিমাই দাস
শ্রীধাম মায়াপুর