রেজিষ্ট্রেশন ফর্ম

ইস্কন বরিষ্ঠ ভক্তদের জন্য ভক্তিশাস্ত্রী পরীক্ষা

ইস্কনের বরিষ্ঠ ভক্তগণ যাদের বয়স কমপক্ষে ৪০ বছর এবং যারা কমপক্ষ্যে বিগত ১০ বৎসর ধরে সক্রিয়ভাবে প্রচার কার্যে নিযুক্ত আছেন কিন্তু সময় স্বল্পতার জন্য ভক্তিশাস্ত্রী কোর্স করতে পারেননি বা এখনো পারছেন না তাঁদের জন্য ইস্কন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরতত্ত্ব চতুষ্পাঠী থেকে একটি সহজ সুবিধা করা হচ্ছে। তাঁরা কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রদানের মাধ্যমে ভক্তিশাস্ত্রী সনদপত্র লাভ করতে পারেন।
  • পরীক্ষাটি ৩ থেকে ৪ ঘণ্টার হবে
  • রেজিস্ট্রেশন করার পর প্রার্থীকে একটি প্রশ্ন ভাণ্ডার প্রদান করা হবে।
  • এই প্রশ্ন ভাণ্ডারের প্রশ্নগুলি থেকেই প্রশ্ন পত্র তৈরী করা হবে।
  • প্রার্থীরা সেই প্রশ্ন ভাণ্ডারের উত্তরগুলি প্রস্তুত করবেন এবং প্রস্তুতি শেষ হলে কবে পরীক্ষা দিতে পারেন তা আমাদেরকে জানাবেন।
  • নির্দিষ্ট দিনে সেই প্রার্থী নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্ট কেন্দ্রে বা পরতত্ত্ব চতুষ্পাঠীর কোন প্রতিনিধির কাছে সরাসরি পরীক্ষায় অংশ নেবেন।
  • রেজিস্ট্রেশনের পর শিক্ষার্থী প্রস্তুতির জন্য তাঁর প্রয়োজন মত সময় নিতে পারেন।
  • প্রার্থীকে ইস্কনের একজন ব্রাহ্মণ দীক্ষিত ভক্তের কাছ থেকে সাক্ষরসহ সুপারিশ পত্র জমা দিতে হবে।
  • ইস্কনের কোন দীক্ষাগুরু, সন্ন্যাসী, জিবিসি বা মন্দির অধ্যক্ষের কাছ থেকে সাক্ষরসহ সুপারিশ পত্র জমা দিতে হবে।
কোর্স ফিঃ বিনামূল্যে। তবে ব্রহ্মণ্য সংস্কৃতি অনুযায়ী ভক্তরা যদি কোন দক্ষিণা প্রদান করতে চান তবে তা সাদরে গ্রহণ করা হবে। আপনার এই অনুদান আমাদের এই সম্পূর্ণ শিক্ষা কার্যক্রমে বিশেষ সহযোগিতা করবে।
অনুদান দক্ষিণা পাঠানোর উপায়ঃ
  • ভারতে: Gpay / Phone pay : +91 8670767555
  • বাংলাদেশে: bKash (personal) : +8801312757792
  • অথবা ব্যাংক ট্রান্সফার
    • PARESH ROY, ICICI Bank, Mayapur Bamanpukur Branch, Account No: 4024 01000 717, IFSC Code: ICIC0004024, Swift code: ICICINBBNRI