Skip to content
শ্রীল প্রভুপাদ ব্যাসপূজা শ্রদ্ধাঞ্জলী
শ্রীল প্রভুপাদ ব্যাসপূজা শ্রদ্ধাঞ্জলী, ২০২০
শ্রীল প্রভুপাদ পদে করি বারংবার ।
সহস্র অযুত লক্ষ্য কোটি নমস্কার ।।
তব আবির্ভাব তিথিরপুনঃআবির্ভাব।
কিরূপে জানাব মোর নিকৃষ্ট স্বভাব ।।
জড়বদ্ধ–মায়ামুগ্ধ–ক্লেশক্লিষ্ট আমি ।
বাহিরে বিরক্তভাব হৃদে সদা কামী ।।
কত–শত–কোটি জীবের অজ্ঞান–অন্ধকার ।
তবকথার তরবারি করেছে ছারখার ।।
কিন্তু আমি পাপী ছার জগতে বিশেষ ।
অত কথা শুনিয়াও নাহি ভাবলেশ ।।
তুমি কত যত্ন করি বোঝাও বারেবার ।
আমি তত নির্লিপ্ত হই থাকি নির্বিকার ।।
তব কথার নাহি দোষ, সঞ্জবনী সুধা ।
ছিদ্রযুক্ত পাত্রে বারি নাহি রহে কদা ।।
সাধনেতে উদাসীন সাধ্যে নাহি রতি ।
শুষ্ক তর্কে টানাটানি সদাই নষ্টমতি ।।
কবে দৃঢ়ব্রত লইয়া করিব আচার ।
বুঝিব বিচার তব বলিষ্ঠ প্রচার ।।
পদ্মমুখ মূর্খ অতি, তোমার পদতলে ।
নির্লজ্জ হইয়া নিজ দুঃখগাঁথা বলে ।।
বিনয়াবনত,
পদ্মমুখ নিমাই দাস
শ্রীধাম মায়াপুর, ১৩ই আগস্ট, ২০২০
Post Views:
1,635
Share This Story, Choose Your Platform!
তব কথার নাহি দোষ, সঞ্জবনী সুধা ।
ছিদ্রযুক্ত পাত্রে বারি নাহি রহে কদা ।।
Hare Krishna
হরেকৃষ্ণ! জয় শ্রীল প্রভুপাদ।আপনার চরণ কমলে আমার শতকোটি বিনতি প্রণাম গ্রহণ করুন। প্রভুপাদ আমি আপনার নিকট কৃতজ্ঞ। যদিও আমার বয়স এখন ২০-২১ এই বয়সে আমি জীবনে যা পেয়েছি আপনার কৃপার প্রভাবে তা সত্যি আমার জীবনে এই শতাব্দীর তা এক অনুপম উপহার।আমি আপনার নিকট হে প্রভুপাদ, এই প্রার্থনা করি আমি যেন সমস্ত জীবন আপনার এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যুক্ত থেকে নিজ জীবন স্বার্থক করতে পারি।হে প্রভুপাদ,যদিও আমি একটি সুন্দর সুশীল বৈষ্ণব সমাজ(Iskcon)যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমি যেন সকল বৈষ্ণব দের মন-যোগীয়ে চলতে পারি।কেননা,এই সুশীল সংগঠন হতে আমার জীবনের আরো বড় বড় প্রাপ্তি রয়ে গেছে।হে প্রভুপাদ,আমি এই বয়সে যা বুঝেছি এই জগতের সব মানুষ পরশ্রীকাতর। আমার জীবনের ভালো উন্নতি কেউ দেখতে পারে না।আমার অধপতন দেখে সবাই সুখি হয়।একমাত্র আপনার আশ্রয়স্থলে এসে আমার ভুল ভেঙ্গেছে, এখানে আপনার শিষ্য,আপনার অনুগত সবাই পুরু বিপরীত,আমি বুঝতে পারছি এরাই একমাত্র আমার সুহৃদ।আমি যেন কখনো এমন মহাত্মাদের চরণে কখনো অপরাধ না করি।আপনার শিক্ষায় এবং Iskcon এর আনুকূল্য অনুগত থেকে যেন আমি আমার জীবনের অন্তিম লক্ষ্য সম্পাদন করে পারি।
জয় শ্রীল প্রভুপাদ।
আপনার কৃপা অভিলাষী
সাগর দাস,সুনামগঞ্জ, সিলেট,বাংলাদেশ।
Hare Krishna.
Thank you very much
🥰🥰 🙇🏻♀️🙇🏻♀️
শ্রীল প্রভুপাদ কথা যেন সঞ্জীবনী সুধা।
দূর হয় ভবজ্বালা, আর মিটে ভব ক্ষুধা।।
শ্রীল প্রভুপাদপের শ্রীপদপঙ্কজে আমার সাটাঙ্গ প্রণাম জানা।
আপনার প্রচেষ্টা সর্বাঙ্গীনভাবে সফল হোক তাঁর কৃপায়।
Thank you. Pranam
হরেকৃষ্ণ
শীল প্রভুপাদ হচ্ছে একবিংশ শতাব্দী অমৃত