ভক্তিশাস্ত্রী – স্পেশাল ফ্রি ব্যাচ
-
অফলাইনে শ্রীধাম মায়াপুরে হবে
-
সরাসরি ইস্কন শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট
পরতত্ত্ব চতুষ্পাঠীর পক্ষ আপনাকে ভক্তিশাস্ত্রীতে স্বাগতম জানাচ্ছি। এই কোর্সটি ইস্কন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হচ্ছে, যা শ্রীল অভয়চরনরাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশানুসারে পরিচালিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের পরিকল্পনা ছিল যে, সকল ভক্তরা এই সমস্ত শাস্ত্রীয় কোর্সগুলিতে অংশগ্রহণ করবেন এবং কৃষ্ণভক্তির যথাযথ বিচার-আচার ও প্রচারে সুদক্ষ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে ফলপ্রসূ করবেন।
.
কোর্সের পাঠপরিধি: শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ, ভক্তিরসামৃত সিন্ধু (পূর্ব বিভাগ), ঈশোপনিষদ, উপদেশামৃত
.
ক্লাস এবং পরীক্ষা পদ্ধতিঃ
-
প্রতিদিন ক্লাস
-
সকাল ১০টা থেকে দুপুর ১২টা
-
যাদের পড়তে এবং লিখতে দুর্বল তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
কোর্সের ব্যপ্তিকালঃ ৩ মাস
পরীক্ষা:
-
বন্ধ বই পরীক্ষা বা স্মরণমূলক মূল্যায়ন
-
খোলা বই পরীক্ষা বা অনুধাবনমূলক মূল্যায়ন
-
শ্লোক পরীক্ষা
.
কোর্সে অংশগ্রহণের যোগ্যতাঃ
-
ন্যুনতম বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে প্রতিদিন কমপক্ষ্যে ১৬ মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছেন।
-
ন্যুনতম বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে অব্যর্থভাবে নিম্নোক্ত ৪টি নিয়ম পালন করছেন।
-
আমিষ আহার বর্জন (এমনকি পেঁয়াজ, রসুন)
-
সকল প্রকার নেশা বর্জন (এমনকি চা কফি)
-
দ্যূত ক্রীড়া বর্জন (তাস, পাশা, জুয়া খেলা ইত্যাদি)
-
অবৈধ সঙ্গ বর্জন (বিবাহ বহির্ভূত স্ত্রী-পুরুষ সম্বন্ধ)
-
-
নিয়মিত শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করছেন
-
ন্যুনতম একবার শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করেছেন
-
ন্যুনতম বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রচার ধারায় যুক্ত আছেন।
.
যোগাযোগ : WhatsApp +917384104165. Email: bs.catuspathi@gmail.com
Teachers
Sanatan Gopal Das
Svarat Mukunda Das
Padmamukha Nimai Das
Premadata Saciputra Das
Leave A Comment