ভক্তিবৈভব অনলাইন
মডিউল ২
শ্রীমদ্ভাগবত স্কন্ধ ৪-৬
-
সরাসরি ক্লাস
-
অনলাইনে পরীক্ষা দিন
-
সরাসরি ইস্কন শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট
পরতত্ত্ব চতুষ্পাঠীর পক্ষ আপনাকে অনলাইন ভক্তিবৈভব কোর্সে স্বাগতম জানাচ্ছি। এই কোর্সটি ইস্কন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হচ্ছে, যা শ্রীল অভয়চরনরাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশানুসারে পরিচালিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের পরিকল্পনা ছিল যে, সকল ভক্তরা এই সমস্ত শাস্ত্রীয় কোর্সগুলিতে অংশগ্রহণ করবেন এবং কৃষ্ণভক্তির যথাযথ বিচার-আচার ও প্রচারে সুদক্ষ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে ফলপ্রসূ করবেন।
.
কোর্সের পাঠপরিধি: শ্রীমদ্ভাগবত স্কন্ধ ১-৩
কোর্সের ব্যপ্তিকাল: ১ বৎসর
.
ক্লাসঃ প্রতি বুধ ও শনিবার বিকাল ৩-৫ টা (ভারত সময়)। Zoom এর মাধ্যমে
পরীক্ষা:
-
বন্ধ বই পরীক্ষা বা স্মরণমূলক মূল্যায়ন
-
খোলা বই পরীক্ষা বা অনুধাবনমূলক মূল্যায়ন
-
শ্লোক পরীক্ষা
-
মৌখিক উপস্থাপনা
বন্ধ বই পরীক্ষা এবং শ্লোক পরীক্ষা মৌখিকভাবে অনলাইনে নেয়া হবে ভিডিও কলের মাধ্যমে। আর খোলা বই পরীক্ষা লিখে অনলাইনে পাঠিয়ে দিতে হবে।
.
কোর্সে অংশগ্রহণের যোগ্যতাঃ
-
ভক্তিশাস্ত্রী কোর্স সম্পন্ন করেছেন
-
নিয়মিত শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করছেন
Leave A Comment