
Teachers Training Course 1
শিক্ষক প্রশিক্ষণ কোর্স ১
Paratattva Catuspathi
সনদপত্র প্রদান করা হবে।
-
সময়সীমাঃ ১-১১ মে, ২০২৩
-
ক্লাসের সময় সূচিঃ প্রতিদিন সকাল ১০.৩০ থেকে দুপুর ১টা (ভারতীয় সময়)
-
স্থানঃ পরতত্ত্ব চতুষ্পাঠী ক্যাম্পাস, নীলাচল সদন, অভয় নগর (বৈকুণ্ঠ ভাণ্ডারের পেছনের গলি)
-
প্রতিক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
-
কোর্স ফিঃ
-
ভারতের ভক্তদের জন্য ১৫০০ রুপি
-
-
কোর্স ফি প্রদানের উপায়ঃ
-
আমাদের অফিসে এসে দিতে পারেন
-
Gpay / Phone pay : +91 8670767555
-
অথবা ব্যাংক ট্রান্সফার
-
PARESH ROY, ICICI Bank, Mayapur Bamanpukur Branch, Account No: 4024 01000 717, IFSC Code: ICIC0004024, Swift code: ICICINBBNRI
-
-
Whatsapp: +918670767555
শিক্ষকঃ পদ্মমুখ নিমাই দাস
বিশেষ উপস্থিতিঃ শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস (পরিচালক, VTE)
কাদের জন্য? – যারা কৃষ্ণভাবনামৃতের শিক্ষাব্যবস্থায় উৎসাহী। বিশেষ করে যারা শিক্ষক, প্রচারক, লিডার, ম্যানেজার, কাউন্সিলর। ইস্কনের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য এই কোর্সটি সাজানো হয়েছে।
এই ধারাক্রমের কোর্সসমূহ হচ্ছে, শিক্ষক প্রশিক্ষণ কোর্স ১, শিক্ষক প্রশিক্ষণ কোর্স ২, ভক্তিশাস্ত্রী শিক্ষক প্রশিক্ষণ কোর্স ইত্যাদি।
এই কোর্সের শিক্ষণীয় বিষয়াদি শুধুমাত্র শিক্ষকতার ক্ষেত্রেই নয় বরং কৃষ্ণভাবনামৃতের বিচার, আচার আর প্রচারেও প্রভূত সহায়ক।
কোর্স বিষয় বস্তুঃ
-
জনসমক্ষে কথা বলার কৌশল বা উপস্থাপন দক্ষতা
-
সঠিক ভাবে শিক্ষা সরঞ্জামাদি উপযোগ কৌশল
-
শিক্ষাদানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সার্বিক পরিপূর্ণতা
-
পাঠ পরিকল্পনা তৈরির কৌশল
-
মন্ত্যব্য বা সংশোধনী প্রদানের দক্ষতা
-
পরস্পর আদানপ্রদান ভিত্তিক শিক্ষা পদ্ধতির ব্যবহার
-
অনুভবপূর্ণ শ্রবণ কৌশল
Leave A Comment