পূজারী কোর্সপ্রাথমিক স্তর
কর্মব্যস্ত গৃহস্থ ভক্ত বা শিক্ষার্থীরা কিভাবে সরলভাবে গৃহে বা ছাত্রাবাসে শ্রীবিগ্রহের বা আলেখ্যের মাধ্যমে সেবা করতে পারেন, তার প্রাথমিক স্তর নিয়ে সাজানো হয়েছে এই পূজারী কোর্স। এখানে বিভিন্ন বিষয় শেখানো হবে, যেমনঃ
শ্রীবিগ্রহ তত্ত্ব কি?
শ্রীবিগ্রহ সেবার জন্য যোগ্যতা কি কি?
সেবা অপরাধ কি? কিভাবে তা এড়ানো যায়?
আচমণ, আরতি, উপাচার বিধি, অর্চন বিধি, মন্ত্রপাঠ বিধি, গৃহে ভোগ অর্পণ, ভোগ রন্ধন প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি।
বৈদিক শাস্ত্রগ্রন্থ এবং শ্রীল প্রভুপাদসহ পূর্বতন আচার্যবর্গের শিক্ষা থেকে উদ্ধৃতি দিয়ে সরলভাবে শ্রীবিগ্রহসেবার আনুষঙ্গিক বিষয়গুলি তাত্ত্বিক ও ব্যাবহারিকভাবে শেখানোর চেষ্টা করা হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এই কোর্সটি বিগ্রহ সেবার প্রাথমিক স্তর হিসেবে নবীনভক্তদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজন করা হয়েছে। যারা ইতিমধ্যে বিগ্রহ সেবায় কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন বা শিক্ষা লাভ করেছেন তারা চাইলে আমাদের বিগ্রহ সেবার মাধ্যমিক ও উচ্চতর স্তরের কোর্স করার জন্য অপেক্ষা করতে পারেন। তবে এই প্রাথমিক স্তরের পাঠে যুক্ত হলেও বিষয়গুলি পুনরায় চর্চার মাধ্যমে ভক্তরা তাদের জ্ঞানকে যাচাই করতে পারেন এবং পুনরভ্যাস করতে পারেন। তাই আমরা সকল ভক্তকেই এই কোর্সে যুক্ত হবার জন্য আহ্বান করছি।
কোর্স পদ্ধতিঃ তাত্ত্বিক ক্লাস, ব্যবহারিক ক্লাস, প্র্যাকটিস বা অনুশীলন ক্লাস, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা
সময়সূচীঃ সেপ্টেম্বর ১৫ থেকে অক্টোবর ২০ || প্রতি শুক্রবার ও শনিবার, সকাল ৬.৩০৮টা (ভারত সময়)
কোর্স ফিঃ ৬৫১ রূপী / ৯০১ টাকা / 11 USD
কোর্স ফি প্রদানের উপায়ঃ ভারতে: Paytm / Gpay / Phone pay : +91 7384104165 || বাংলাদেশে: bKash (personal) : +8801312757792
অথবা ব্যাংক ট্রান্সফারঃ PARESH ROY, ICICI Bank, Mayapur Bamanpukur Branch, Account No: 402401000579, IFSC Code: ICIC0004024, Swift code: ICICINBBNRI
বিশেষ দ্রষ্টব্যঃ কোর্স ফি পরিশোধের পর পেমেন্ট এর স্ক্রিন শট ভর্তি ফর্মে আপ্লোড করতে হবে, আর তখনই আপনার ভর্তি নিশ্চিত হবে। কোর্স ফি ফেরতযোগ্য নয়।
Whatsapp: +917384104165
ভর্তি ফর্ম

প্রশিক্ষকঃ শ্রী প্রাণেশ্বর নিতাই রাম দাস

শ্রী মায়াপুর ধাম