পরতত্ত্ব চতুষ্পাঠী অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের নতুন অনলাইন শাস্ত্রীয় কোর্স “ভাগবত–সিদ্ধান্ত”। সমস্ত শাস্ত্রের সারাতিসার প্রমাণ শিরোমণি গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতের উপরেই এই কোর্সটি আধারিত। এখানে মূলত শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের রচিত শ্রীমদ্ভাগবতের ভক্তিবেদান্ত তাৎপর্যের উপর ভিত্তি করে ভাগবতের সিদ্ধান্ত আলোচিত হবে। এছাড়াও শ্রীল শ্রীধর স্বামীপাদের ভাগবতের টীকা থেকে শ্লোক সঙ্গতিও গ্রহণ করা হবে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত “ভাগবতার্ক-মরীচিমালা” গ্রন্থও আলোচনার আধাররূপে গৃহীত হবে।
এই কোর্সে কারা অংশগ্রহণ করতে পারবেনঃ
যারা ইতিমধ্যে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সহ নিচের গ্রন্থগুলি অধ্যয়ন করেছেন এই কোর্সটি কেবল তাদের জন্য।
-
ভগবদ্গীতা যথাযথ
-
উপদেশামৃত
-
লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ
-
শ্রীঈশোপনিষদ
যারা শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করেননি, এই কোর্সটি তাদের জন্য নয়।
শিক্ষাথীদের অবশ্যই প্রতিদিন কমপক্ষ্যে ১৬ মালা জপ করতে হবে এবং ৪ টি নিষিদ্ধ কার্য বর্জন করতে হবে।
-
মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন
-
তাস, পাশা, জুয়া খেলা
-
ধূমপান, চা, পান, কফি, মদ, গাঁজা প্রভৃতি নেশা
-
বিবাহ বহির্ভূত যৌন সঙ্গ
শিক্ষকবৃন্দঃ
এই কোর্স বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় হবে।
ইংরেজি কোর্সটি পরিচালনা করবেনঃ শ্রীপাদ বিদ্বান গৌরাঙ্গ দাস
বাংলা কোর্সের পরিচালনায়ঃ পদ্মমুখ নিমাই দাস
বাংলা কোর্সের শিক্ষকবৃন্দঃ
শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস, পদ্মমুখ নিমাই দাস, সুন্দর গোপাল দাস
ইংরেজি কোর্সের শিক্ষকবৃন্দঃ
বিদ্বান্ গৌরাঙ্গ দাস, পদ্মমুখ নিমাই দাস
সময়ঃ
ইংরেজি কোর্সঃ Wednesdays, 4:30 pm to 6:30 pm Indian Standard Time
বাংলা কোর্সঃ Saturdays, 6:00 pm to 8:00 pm Indian Standard Time
কোর্স প্রণামীঃ বৈদিক দক্ষিণা প্রথা
(প্রীতিসহকারে স্বেচ্ছায় প্রদত্ত উপহার)
শাস্ত্রীয় কোর্সসমূহ সম্বন্ধে আমাদের মূলনীতি হচ্ছে যে, এই কোর্সগুলি সম্পূর্ণ ফ্রি। এতে কোন কোর্স–ফি বা শুল্ক নেই। তবে ব্রহ্মণ্য সংস্কৃতিসম্পন্ন বৈদিক শিক্ষার একটি বিশেষ দিক হচ্ছে দক্ষিণা, যা ব্যাতীত বৈদিক শিক্ষা অসম্পন্ন থাকে বলে গণ্য করা হয়। অমূল্য বিদ্যাধন লাভ করে বিদ্যার্থীরা তাদের স্বভাবজ কৃতজ্ঞতাস্বরূপ তাদের শিক্ষক বা আচার্যের নিকট স্বতঃস্ফুর্তভাবে স্বেচ্ছায় কিছু প্রীতি–উপঢৌকন প্রদান করে থাকেন। তাই এই বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত মনোভিলাষ এবং সামর্থ্যের উপর নির্ভরশীল।
প্রতিটি স্কন্ধের সফল সমাপ্তিতে সনদপত্র দেয়া হবে।
আগ্রহী শিক্ষার্থীরা নিম্নোক্ত লিংকে গিয়ে আবেদন পত্র এবং ভর্তি মূল্যায়নে অংশ নিতে পারেন। যারা এই ভর্তি মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ হবেন কেবল তাদেরকেই আমরা এই কোর্সে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করব। কোর্স চলাকালীন যেকোন সময় যেকোন শিক্ষার্থীকে কোর্স থেকে বিদায় জানানোর অধিকার পরতত্ত্ব চতুষ্পাঠী কর্তৃক সংরক্ষিত।
বাংলা কোর্সের শিক্ষকবৃন্দ