শাস্ত্র অধ্যয়ন কৌশল কোর্স 

কোর্সটি কখন শুরু হচ্ছে —

২৬শে আগষ্ট, 2020

কোর্সের সময়কাল কত —

১ মাস । সপ্তাহে দুটি ক্লাস ।

কোর্সটিতে কিকি বিষয়বস্তু থাকবে — 

  • কেন এবং কিভাবে শাস্ত্র পড়ব?
  • কিভাবে নোট করব?
  • শাস্ত্রের আপাতবিরোধী বিষয়গুলি কিভাবে মীমাংসা করব?
  • কিভাবে সংস্কৃত শ্লোক উচ্চারণ করব?
  • কিভাবে সহজে শ্লোক মুখস্থ করব?
  • শাস্ত্র শিক্ষার লক্ষসমূহ কি কি?
  • আচার্যদের ভাষ্যে কি কি সাধারণ দিক থাকে?
  • শ্রীল প্রভুপাদের তাৎপর্য পড়ার সময় কি কি বিষয়ে গুরুত্ব দেব?
এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ আকর্ষনীয় বিষয়াদি …

কোর্স ফি — 

পরতত্ত্ব চতুষ্পাঠীতে দুধরনের কোর্স আছে । শাস্ত্রীয় কোর্স এবং ভাষা শিক্ষা কোর্স । শাস্ত্রীয় কোর্সসমূহ সম্বন্ধে আমাদের মূলনীতি মূলনীতি হচ্ছে যে, এই কোর্সগুলি সম্পূর্ণ ফ্রি । এতে কোন কোর্স-ফি নেই । তবে ব্রহ্মণ্য সংস্কৃতিসম্পন্ন বৈদিক শিক্ষার একটি বিশেষ দিক হচ্ছে দক্ষিণা, যা ব্যাতীত বৈদিক শিক্ষা অসম্পন্ন থাকে বলে গণ্য করা হয় । তাই এই বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত মনোভিলাষ এবং সামর্থ্যের উপর নির্ভরশীল । বৈদিক ইতিহাসে দক্ষিণার কয়েকটি দৃষ্টান্ত – দ্রোনাচার্যের প্রতি অর্জুনের গুরুদক্ষিণা (মহাভারত), সান্দীপনি মুনির প্রতি কৃষ্ণ-বলরামের গুরুদক্ষিণা (শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ), এছাড়া অর্থ সংগ্রহে নিমাই পণ্ডিতের পূর্ববঙ্গে গমন এবং শিক্ষাদান (চৈঃভাঃ আদি ১৪)।
কোর্স শিক্ষাদানে এবং সার্বিক ব্যাবস্থাপনায় — পদ্মমুখ নিমাই দাস
কোর্সটি কিভাবে হবে — অনলাইন
কোর্সে কিভাবে যুক্ত হবেন — Telegram +917384104165

ক্লাসের সময়সূচি

প্রতি রবিবার আর বুধবার ভারতীয় সময় বিকাল ৪টা থেকে ৬টা (বাংলাদেশ সময় বিকাল ৪.৩০ থেকে ৬.৩০)

বিশেষ দ্রষ্টব্যঃ

কোর্স সংক্রান্ত যেকোন বিষয় পরিবর্তনের অধিকার শিক্ষক কর্তৃক সংরক্ষিত ।
বিশেষ বিজ্ঞপ্তিঃ আমাদের ১ম ব্যাচে আসন সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ায় পরবর্তী আবেদন পত্রগুলিকে আমরা ২য় ব্যাচের জন্য গ্রহণ করব । ২য় ব্যাচের সময়সূচি পরবর্তীতে জানানো হবে ।
For Registration click here