Teachers Training Courses 1 & 2 (Online)
শিক্ষক প্রশিক্ষণ কোর্স ১ ও ২ (অনলাইন)
Paratattva Catuspathi
শিক্ষক প্রশিক্ষণ কোর্স ১, ২ এবং ৩ সম্পন্ন করার পর ইস্কন শিক্ষা মন্ত্রণালয় থেকে সনদপত্র প্রদান করা হবে।
-
সময়সীমাঃ এপ্রিল ২২ থেকে মে ৩১
-
ক্লাসের সময় সূচিঃ প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার, সন্ধ্যা ৭.৩০ টা থেকে ৯.৩০ টা (ভারতীয় সময়)
-
প্রতিক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
-
মাধ্যমঃ zoom
-
কোর্স ফিঃ
-
ভারতের ভক্তদের জন্য 2108 রুপি
-
বাংলাদেশের ভক্তদের জন্য 2508 টাকা
-
ভারত-বাংলাদেশের বাইরের ভক্তদের জন্য 31 USD
-
-
কোর্স ফি প্রদানের উপায়ঃ
-
ভারতে: Gpay / Phone pay : +91 8670767555
-
বাংলাদেশে: bKash (personal) : +8801312757792
-
অথবা ব্যাংক ট্রান্সফার
-
Paresh Roy, PUNB Bank, Mayapur Branch, Account no: 2201 2001 0000 5531, IFSC: PUNB0220120, Swift Code: PUNBINBBDCA
-
-
বিশেষ দ্রষ্টব্যঃ কোর্স ফি পরিশোধের পর Registration form এ পেমেন্ট এর স্ক্রিনশট আপ্লোড করতে হবে, আর তারপরই কেবল আপনার ভর্তি নিশ্চিত হবে।
*Course fees are not refundable.
Whatsapp: +918670767555
শিক্ষকঃ পদ্মমুখ নিমাই দাস
বিশেষ উপস্থিতিঃ শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস (পরিচালক, VTE)
কাদের জন্য? – যারা কৃষ্ণভাবনামৃতের শিক্ষাব্যবস্থায় উৎসাহী। বিশেষ করে যারা শিক্ষক, প্রচারক, লিডার, ম্যানেজার, কাউন্সিলর। ইস্কনের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য এই কোর্সটি সাজানো হয়েছে।
এই ধারাক্রমের কোর্সসমূহ হচ্ছে, শিক্ষক প্রশিক্ষণ কোর্স ১, শিক্ষক প্রশিক্ষণ কোর্স ২, ভক্তিশাস্ত্রী শিক্ষক প্রশিক্ষণ কোর্স ইত্যাদি।
এই কোর্সের শিক্ষণীয় বিষয়াদি শুধুমাত্র শিক্ষকতার ক্ষেত্রেই নয় বরং কৃষ্ণভাবনামৃতের বিচার, আচার আর প্রচারেও প্রভূত সহায়ক।
কোর্স বিষয় বস্তুঃ
-
জনসমক্ষে কথা বলার কৌশল বা উপস্থাপন দক্ষতা
-
সঠিক ভাবে শিক্ষা সরঞ্জামাদি উপযোগ কৌশল
-
শিক্ষাদানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সার্বিক পরিপূর্ণতা
-
পাঠ পরিকল্পনা তৈরির কৌশল
-
মন্ত্যব্য বা সংশোধনী প্রদানের দক্ষতা
-
পরস্পর আদানপ্রদান ভিত্তিক শিক্ষা পদ্ধতির ব্যবহার
-
অনুভবপূর্ণ শ্রবণ কৌশল
Teachers training course 1,2
It helps us to learn and preach Srila Prabhupada’s systematic teachings very much.
হরে কৃষ্ণ,কোর্সটি বাংলায় হলে ভালো হত।
কোর্সটি বাংলাতেই হবে। এই কোর্সটি বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি ভাষাতেই হয়।
How can I become a life member of Barnashram College?
টাকার পরিমাণ কম হলে ভাল হত।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের দৃষ্টিকোণ থেকে এই কোর্সের জন্য এটাই সবচেয়ে ন্যুনতম ফি। আপনি আরো যেসব গুণগত মানের প্রতিষ্ঠান আছে তাদের পরিচালিত এরকম কোর্সের সাথে তুলনা করতে পারেন, আশাকরি আপনিও আমাদের সাথে একমত হবেন।
Hare Krishna, Dandavat pr, I am really interested if you help me out .I can do it only Saturday & Sunday class. Thank you
your
Dasanudas
Supriyamitra Vrinda devi Das
আমি TTC1 করেছি। 2 করতে চাই। তাহলে এখন কি করতে পারি।
আমরা আলাদা করে TTC 2 করছি না।
অনলাইনে TTC 1 এবং 2 একসাথে করছি
আপনি পুরোটা করতে পারেন। এতে আবার রিভিশন হয়ে যাবে
Hare krsna pranam
ami regestration korte parchina kivabe korbo?? Payment korlei ki regestration hoye jbe?
আমি বাংলাদেশ থেকে বলছি,
একজন সাধারন সংসারি মানুষ যে কৃষ্ণভাবনাময় শিক্ষা ব্যবস্থায় আগ্রহী যে নিজেকে একজন প্রচারক হিসেবে গড়ে তুলতে চায়, সে কি এই course টি করতে পারবে?
হা
আপনি এই কোর্সটি করতে পারেন
Next ar kobe suru hobe aii course. Dandawat pronam.
August 22 তারিখ থেকে
Jodi class ta sondhey 6:00P.M theke hoy tahole khub bhalo hoy
August batch will be in the evening. please see
আমাদের আগস্ট মাসের ব্যাচটি সন্ধ্যায় হবে। আপনি ওয়েবসাইটে বিস্তারিত দেখে রেজিস্টার করতে পারেন
সময়সীমাঃ আগস্ট ২২ থেকে সেপ্টেম্বর ১৫, ২০২২
ক্লাসের সময় সূচিঃ সন্ধ্যা ৭.০০টা থেকে ৯.৩০টা (ভারতীয় সময়)
প্রভুজি বর্তমান কোর্স প্রনামী ২৫০০ টাকা দিয়ে কি টিটিসি-১,২ সহ ভক্তি বৈভব, শিষ্য প্রশিক্ষণ সহ আর কি কি প্রশিক্ষণ করা যাবে অন লাইনে। এই প্রনামীর মধ্যে কি Prime Member Ship Card এর অর্থ অন্তর্ভুক্ত আছে।
প্রভুজি আমি বাংলাদেশে সরকারী চাকুরী করি তাই কোর্সের সময় পরিবর্তন হতে কোর্সটি করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। ক্লাস সময়ের বিষয়টি নিশ্চিত করবেন। প্রভুজি কোর্স হতে সাটিফিকেট কি ইসকন মায়াপুর কর্তৃক নির্ধারিত বোর্ড কর্তৃক প্রদান করা হবে ?
প্রভুজি হরি বোল
আমি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। আপনাদের নির্ধারিত সময় ৭:৩০ ক্লাস হলে কোর্সটি সম্পন্ন করতে পারবো। বর্তমান কোর্সের কোর্স ফির মধ্যে কি প্রাইম মেম্বারশিপের প্রণামী অন্তর্ভুক্ত রয়েছে। যদি থাকে তালের কার্ডটির মাধ্যমে আর কি কি কোর্স অনলাইনে করতে পারবো। দয়া করে জানাবেন।
Please contact us on whatsapp +918670767555
Teachers trainin course 1&2 online