বাংলা কোর্সসমূহ2020-12-04T16:49:32+06:00

বিশেষ বিজ্ঞপ্তি

শাস্ত্রীয় কোর্সসমূহ সম্বন্ধে আমাদের মূলনীতি হচ্ছে যে, এই কোর্সগুলি সম্পূর্ণ ফ্রি । এতে কোন কোর্স-ফি বা শুল্ক নেই । তবে ব্রহ্মণ্য সংস্কৃতিসম্পন্ন বৈদিক শিক্ষার একটি বিশেষ দিক হচ্ছে দক্ষিণা, যা ব্যাতীত বৈদিক শিক্ষা অসম্পন্ন থাকে বলে গণ্য করা হয় । অমূল্য বিদ্যাধন লাভ করে বিদ্যার্থীরা তাদের স্বভাবজ কৃতজ্ঞতাস্বরূপ তাদের শিক্ষক বা আচার্যের নিকট স্বতঃস্ফুর্তভাবে স্বেচ্ছায় কিছু প্রীতি-উপঢৌকন প্রদান করে থাকেন । তাই এই বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত মনোভিলাষ এবং সামর্থ্যের উপর নির্ভরশীল ।

Paytm / Google Pay +917384104165 (ভারত); bKash: +8801312757792 (বাংলাদেশ)

ধন্যবাদ